GK Part 1

১. প্লুটো কবে আবিষ্কৃত হয় ?
উত্তর: ১৯৩০

২. স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-এর পূর্ব নাম কি ?
উত্তর: ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ।

৩. ADSL এর পুরো নাম কি ?
উত্তর: অ্যাসিমেট্টিক ডিজিট্যাল সাবস্ক্রাইবার লাইন ।

৪. ডোমিনিয়ন স্ট্যাটাস বলতে কি বোঝায় ?
উত্তর: অটোনমাস কমিউনিটি ।

৫. রেফ্রিজারেটারে কোন গ্যাসের উপস্থিতি লক্ষ করা যায় ?
উত্তর: CFC (ক্লুরো ফ্লুরো কার্বন)।

৬. চতুর্থ মুঘল সম্রাট কে ছিলেন ?
উত্তর: জাহাঙ্গির ।

৭. জলের হিমাঙ্ক কত ?
উত্তর: শূন্য ডিগ্রি সেলসিয়াস ।

৮. যে বলের মাধ্যমে একটি গাড়িকে ব্রেকেরমাধ্যমে থামানো যায় ?
উত্তর: ঘর্ষন বল ।

৯. কার এক্সটেনশন ".docx" ?
উত্তর: মাইক্রোসফ্ট ওয়ার্ড ।

১০. কোন খেলায় বিপক্ষকে ছুঁয়ে ফেলার মাধ্যমে বিপক্ষ হেরে যায় ?
উত্তর: কবাডি ।

১১. কোন বংশের সময়কালে গোলকুন্ডা ফোর্ট নির্মিত হয়েছিল ?
উত্তর: শাহি বংশ ।

১২. কাকোরি কান্ড যা কাকোরি এবং আলমগিরের মধ্যে সংগঠিত হয়েছিল ?
উত্তর: ১৯২৭ ।

১৩. কোশের শক্তিঘর কাকে বলে ?
উত্তর: মাইটোকন্ড্রিয়া-কে ।

১৪. মেটামরফিক রকের উদাহরণ হল-
উত্তর: এন্থ্রেসাইট, কোয়ার্টজাইট, মারবেল, স্লেট ইত্যাদী ।

১৫. একটি মৌল দ্বারা গঠিত রত্ন কি ?
উত্তর: হীরক ।

১৬. WHO - এর সদর দপ্তর কোথায় ?
উত্তর: জেনেভা, সুইজারল্যান্ডে।

১৭. হ্যালির ধুমকেতু আবার কবে দেখা যাবে ?
উত্তর: ২০৬২

১৮. কথাকলি কোন রাজ্যের নৃত্যশৈলী ?
উত্তর: কেরল ।

১৯. পৃথিবীর বৃহত্তম কম্পিউটার নেটওয়ার্ক ?
উত্তর: Internet ।

২০. ট্যাক্সনমি যার সাথে সম্পর্কযুক্ত ?
উত্তর: শ্রেণীবিন্যাস (কার্ল লিনিয়াস) ।

২১. বাতাস থেকে জলীয় বাষ্প শোষন করার প্রক্রীয়াকে কি বলে ?
উত্তর: অনার্দ্রকরণ ।

২২. অটল টানেলের দৈর্ঘ্য কত ?
উত্তর: ৯.০২ কিমি ( ৩০ অক্টোবর ২০২০, মানালি থেকে কেলং) ।

২৩. LHC - এর পুরো নাম কি ?
উত্তর: Large Hadron Collider.

২৪. বায়ু কখন সম্পৃক্ত হয় ?
উত্তর: এটি সর্বোচ্চ জলীয় বাষ্প পূর্ন হয় ।

২৫. বিশ্ব বিখ্যাত টেনিস তারকা রাফেল নাদেল যে দেশবাসী তা হল ?
উত্তর: স্পেন ।
Previous Post Next Post

Most Recent