GK Part 2

 


১. হাওয়া মহল কি দ্বারা নির্মিত ?
উত্তর: লাল ও হলুদ বেলে পাথর ।

২. নিউট্রন কে আবিষ্কার করেন ?
উত্তর: স্যাডউইক । ( ইলেক্ট্রন : থমসন, প্রোটন : রাদারফোর্ড )

৩. চিপকো আন্দোলন কিসের সাথে জরিত ?
উত্তর: গাছ । [সুন্দরলাল বহুগুণা চিপকো আন্দোলনের (উত্তরাখন্ড ১৯৭৩-৭৪) সাথে যুক্ত ।]

৪. কিজন্য কাঠি জলে ডোবালে বাঁকা দেখায় ?
উত্তর: আলোর প্রতিসরণ ।

৫. বালাঘাট খনি কি কারনে বিখ্যাত ?
উত্তর: কপার উত্তোলন।

৬. কোন দেশের উপর দিয়ে নিরক্ষরেখা ও ক্রান্তীয় রেখা অতিক্রম করেছে ?
উত্তর: ব্রাজিল ।

৭. প্রথম কোন এশিয় শহরে অলম্পিক শুরু হয় ?
উত্তর: টোকিও ।

৮. পতঙ্গভুক উদ্ভিদ যে মাটিতে জন্মায় তাতে কম কি থাকে ?
উত্তর: কার্বন ।

৯. DMK (দ্রাবিড় মুন্নেত্রা কাজাঘম) দলের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর: এম. করুনানিধি ।

১০. রবীন্দ্রনাথ ঠাকুর কবে নোবেল পুরুষ্কার পান ?
উত্তর: ১৯১৩

১১. প্রথম পদ্মশ্রী প্রাপ্ত হকি খেলোয়ার ?
উত্তর: ধনরাজ পিল্লাই ।

১২. SI - তে তড়িৎ আধানের একক কি ?
উত্তর: কুলম্ব ।

১৩. ডেনমার্কের রাজধানীর নাম কি ?
উত্তর: কোপেনহেগেন ।

১৪. ভারতের সংবিধানে কতগুলি মৌলিক কর্তব্য আছে ?
উত্তর: ১০ টি ।

১৫. প্রথম নভোচর কুকুরটির নাম কি ?
উত্তর: লাইকা ।

১৬. Computer - এর গাণিতিক ও লজিক্যাল কাজ কে করে ?
উত্তর: ALU (arithmetic-logic unit)

১৭. Den:Lion :: Aviary : ?
উত্তর: Bird.

১৮. আমেরিকাকে কোন দেশ স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়াছিলেন ?
উত্তর: ফ্রান্স (হুডসন নদীর তীরে অবস্থিত) ।

১৯. জলের নীচে বিভিন্ন জিনিষ খুঁজতে কি ব্যবহিত হয় ?
উত্তর: সোনার ।

২০. লিভার যে বিন্দুতে স্থির থাকে তা হল -
উত্তর: আলম্ব ।

২১. ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কি ?
উত্তর: ২ (দুই) ।

২২. কম্পিউটার চিপের আরেক নাম কি ?
উত্তর: মাইক্রোপ্রোসেসর ।

২৩. কোন গ্রহের একটি উপগ্রহের নাম গ্যানিমিড ?
উত্তর: বৃহঃস্পতি ।

২৪. আন্তর্জাতিক যোগ দিবস ?
উত্তর: ২১ শে জুন ।

২৫. ১০০ মিলিয়ন = ?
উত্তর: ১০ কোটি ।
( ১০ মিলিয়ন = ১ কোটি
১ বিলিয়ন = ১০০ কোটি )
Previous Post Next Post

Most Recent