১. আয়তনের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটি ?
উত্তর:
কানাডা । ( প্রথম : রাশিয়া, তৃতীয় : চীন, সপ্তম : ভারত )২. সৌরজগৎ - এর ক্ষুদ্রতম গ্রহ কোনটি ?
উত্তর:
বুধ । (Mercury)৩. অজন্তা ও ইলোরা গুহাগুলি কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর:
মহারাষ্ট্র ।৪. AQI - এর পুরো কথাটি কি ?
উত্তর:
Air Quality Index.৫. গৌতম বুদ্ধ কোথায় প্রথম দিব্য জ্ঞান লাভ করেন ?
উত্তর:
বোধ গয়া।৬. লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন ?
উত্তর:
জি. ভি. মাভলঙ্কার ।৭. খো খো খেলায় প্রতি দলে কতজন খেলোয়ার থাকে ?
উত্তর:
৯ (নয়) জন ।৮. PSLV - এর পুরো কথাটি কি ?
উত্তর:
Polar Satellite Launch Vehicle .৯. সংবাদ সংস্থা রিউটারস্ - এর সদর দপ্তর কোথায় ?
উত্তর:
ইংল্যান্ডে।১০. ইথানল পাওয়া যায় কি থেকে ?
উত্তর:
আখ থেকে ।১১. কোন ভারতীয় মহিলা এশয়ান গেমসে প্রথম সোনা জেতেন ?
উত্তর:
কমলজিৎ সাঁধু ।১২. বিশ্বে উপস্থিত অধিক্যের নিরিখে ২য় মৌল কোনটি ?
উত্তর:
হিলিয়াম (He) ।১৩. ভারতে মহাকাশ সংক্রান্ত কর্মসূচীর জনক কে ?
উত্তর:
বিক্রম সারাভাই ।১৪. কে পোলিও ভ্যাক্সিন আবিস্কার করেন ?
উত্তর:
জোনাস সল্ক ।১৫. ভারতের প্রাচীনতম বাঁধ কোনটি ?
উত্তর:
গ্যান্ড আনিকাট । (তামিলনাড়ু)১৬. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?
উত্তর:
লর্ড মাউন্ট ব্যাটেন।১৭. পাখি সম্পর্কিত বিজ্ঞান কে কি বলে ?
উত্তর:
Ornithology.১৮. ওবেসিটি মাপতে ব্যবহিত হয় -
উত্তর:
BMI.১৯. 4th January কোন দেশ স্বাধীনতা দিবস পালন করে ?
উত্তর:
মায়ানমার ।২০. ডলফিনের দলকে কি বলে ?
উত্তর:
Pod.২১. ভিটামিন A - এর অভাবে কি রোগ হয় ?
উত্তর:
রাতকানা ।২২. কার নাম অনুসারে বেঙ্গালুরুতে ট্রাফিক সিগন্যালের নামকরন করা হয়েছে ?
উত্তর:
অনিল কুম্বলে ।২৩. অসমের রাজধানী কোনটি ?
উত্তর:
দিসপুর ।২৪. ভারতের রাজধানী কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তর:
যমুনা ।২৫. কেন্দ্রীয় সরকার দ্বারা অনুমোদিত মুদ্রা বাজারে প্রচলন করতে পারেন -
