GK Part 4



১. ওজন স্তরের সুরক্ষার জন্য যে চুক্তি পাশ করা হয়েছিল তার নাম কি ?
উত্তর: মন্ট্রিয়েল প্রোটোকল

২. কোন রাজ্যে হ্যাম্পির ধ্বংসাবশেষ পাওয়া যায় ?
উত্তর: কর্নাটকে

৩. অ্যানি বেসান্ত কে ছিলেন ?
উত্তর: ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি

৪. আইন সভায় উভয় কক্ষে পাস হওয়া কোনো বিল কার সাক্ষর লাভের পর আইন সভায় স্বীকৃতি লাভ করে ?
উত্তর: রাষ্ট্রপতি

৫. কোন রাজ্যে সবচেয়ে বেশী অরণ্য অঞ্চল আছে ?
উত্তর: মধ্যপ্রদেশ

৬. ভারতের দুটি মহাকাব্যের নাম কি ?
উত্তর: রামায়ন ও মহাভারত

৭. ওজনের দিক থেকে শক্তিশালী পেশী কোনটি ?
উত্তর: চোয়ালের পেশী

৮. অ্যাগ্রোনমি- তে কি পড়ানো হয় ?
উত্তর: উদ্ভিদের পুষ্টি

৯. বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় ?
উত্তর: ৫ জুন

১০. পশ্চিমবঙ্গে অবস্থিত ___________ জাতীয় উদ্যান হল ভারতের অন্যতম বৃহৎ ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র ।
উত্তর: সুন্দরবন

১১. Sino-Indian war কোন সালে হয় ?
উত্তর: 1962 সালে

১২. SAARC - এর পুরো কথাটি লিখ ।
উত্তর: South Asian Association for Cooperation.

১৩. গ্যাসকে তরলে পরিনত করার পদ্ধতী কি ?
উত্তর: ঘনীভবন ।

১৪. কী চাষের জন্য হেক্টর প্রতি জলের চাহিদা বেশী ?
উত্তর: আখ

১৫. ভারতের সংবিধান অনুমোদন করে -
উত্তর: ত্রিস্তরীয় ব্যবস্থা ( কেন্দ্র সরকার, রাজ্য সরকার, পঞ্চায়েত ) ।

১৬. বাংলাদেশ কবে স্বাধীন হয় ?
উত্তর: ২৬ শে মার্চ ১৯৭১

১৭. সর্বপ্রধম কার দেহে করোটির খুলি সফল ভাবে প্রতিস্থাপন করা সম্ভব হয়েছিল ?
উত্তর: জেমস বয়সেন ।

১৮. ২০১৫ সালে ২৭ শে জুলাই কোন প্রপ্তন রাষ্ট্রপতি শিলং-এ মারা গেছেন ?
উত্তর: A.P.J. Abdul Kalam

১৯. ফরাসি ডিজাইনারের নাম অনুসারে নামকরন করা হয় কোন কাপড় ?
উত্তর: জর্জেট ।

২০. ভারতের জাতীয় একতা দিবস কবে পালন করা হয় ?
উত্তর: ৩১ শে অক্টোবর ।

২১. কোন্ মহাদেশ জিরাফের বাসভূমি ?
উত্তর: আফ্রিকা ।

২২. আমির খসরু কার সভার বিখ্যাত কবি ছিলেন ?
উত্তর: আলাউদ্দিন খলজি ।

২৩. কোন রোগ Type-1 & Type -2 - এই দুই ভাগে বিভক্ত ?
উত্তর: ডায়াবেটিস ।

২৪. ভারতীয় সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক (Commander - in - Chif ) কে ?
উত্তর: রাষ্ট্রপতি ।

২৫. কোন্ গ্রহের পৃষ্ঠতল কঠিন নয় ?
উত্তর: বৃহঃস্পতি ।
Previous Post Next Post

Most Recent