GK Part 5



১. বিহারের খাবার "লিপ্টি" এর প্রধান উপকরণ কি ?
উত্তর: বেসন

২. যে প্রাকৃতিক ঘটনার সাহায্যে কার্বন ডাই অক্সাইড গাছে নিবন্ধীকরণ ঘটে তা হল -
উত্তর: সূর্যরশ্মি

৩. ক্যারাম ছারা আর কোন খেলায় স্ট্রাইকার (Striker) আছে ?
উত্তর: ক্রিকেট

৪. ম্যানগ্রোভ উদ্ভিদ থেকে নামকরন করা হয় কোন অরণ্যের ?
উত্তর: সুন্দরবন

৫. Red Fort - কোন শহরে অবস্থিত ?
উত্তর: দিল্লি

৬. ১৮৮১ সালে স্থাপিত প্রথম পার্বত্য রেলপথ কোনটি ?
উত্তর: দার্জিলিং হিমালয়ান রেলপথ

৭. CO -
উত্তর: কার্বন মনো অক্সাইড

৮. রাসলীলা নৃত্য কার উদ্দেশ্যে প্রদর্শন করা হয় ?
উত্তর: কৃষ্ণ

৯. অ্যাসিডের প্রয়োজনীয় উপাদান -
উত্তর: হাইড্রজেন

১০. স্যার ক্রিক ভারত ও কোন দেশের মধ্যে বিতর্কিত অঞ্চল ?
উত্তর: পাকিস্থান

১১. হাড় শক্ত ও মজবুদ রাখার জন্য প্রয়োজনীয় উপাদান কি ?
উত্তর: ক্যালশিয়াম

১২. জ্যোতিষ শাস্ত্রে কত প্রকার রাশি চক্র আছে ?
উত্তর: ১২ টি

১৩. প্রথম কৃত্রিমভাবে প্রস্তুত মৌল কোনটি ?
উত্তর: টেকনেশিয়াম

১৪. দীপিকা কুমারি কোন খেলার সাথে যুক্ত ?
উত্তর: তিরন্দাজ

১৫. কাজিরঙ্গা জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত ?
উত্তর: এক শৃঙ্গ গন্ডার

১৬. ভারতীয় ভূখন্ডের সাথে যুক্ত হওয়া স্বশাসিত অঞ্চল কোনটি ?
উত্তর: সিকিম

১৭. কোন গানিতিক ফাংশনটিরেড ক্রস সোসাইটির লোগো ?
উত্তর: যোগ (+)

১৮. ইস্ট ইন্ডিয়া কম্পানি থেকে ব্রিটিশ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের সময় গভর্নর জেনারেল কে ছিলেন
উত্তর: লর্ড ক্যানিং

১৯. ওয়াংচুক রাজবংশ কোন দেশের সাথে সম্পর্কিত ?
উত্তর: ভূটান

২০. "তুজুক-ই-বাবরী" বা "বাবরনামা" গ্রন্থের লেখক কে ?
উত্তর: বাবর

২১. প্রথম পানিপথের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ?
উত্তর: বাবর ও ইব্রাহিম লোদী (বাবর জয়ী ১৫২৬ খ্রী.)

২২. চান্দেরির যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ?
উত্তর: মেদিনী রাই ও বাবর

২৩. হুমায়ুন কথার অর্থ কি ?
উত্তর: ভাগ্যবান

২৪. বৈরাম খাঁ কে ছিলেন ?
উত্তর: অভিজ্ঞ রাজকর্মচারী, আকবরের অভিভাবক নিযুক্ত হন

২৫. ব্রহ্মজিৎ গৌর কে ছিলেন ?
উত্তর: শেরশাহের প্রধান সেনাপতি
Previous Post Next Post

Most Recent