উত্তর:
অতিক্রান্ত দূরত্বপ্রশ্ন (২). "কাইজার-ই-হিন্দ" কার লেখা ?
উত্তর:
মহাত্মা গান্ধিপ্রশ্ন (৩). নেহেরু ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত ?
উত্তর:
ফুটবল (The Nehru Cup was an international association of Footboll tournament organised by All India Football Federation (AIFF))প্রশ্ন (৪). জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড কবে হয় ?
উত্তর:
১৩ ই এপ্রিল ১৯১৯ (অমৃতসরে ব্রিগেডিয়ার রেগিনাল্ড ডায়ারের নেতৃতে)প্রশ্ন (৫). মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কি ?
উত্তর:
ত্বকপ্রশ্ন (৬). ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলে ?
উত্তর:
পোমোলজিপ্রশ্ন (৭). ফতেপুরসিক্রিকে প্রতিষ্ঠা করেছিলেন ?
উত্তর:
আকবর (আগ্রা, UP)প্রশ্ন (৮). ভারতীয় সংবিধানের কোন ধারাকে ডঃ বি. আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা (Heart & Soul) বলেছেন ?
উত্তর:
আর্টিকেল ৩২ ( Right to constitutional remedies বা সাংবিধানিক প্রতিকারের অধিকার)প্রশ্ন (৯). ১৯৪৬ সালের ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কারা ছিলেন ?
উত্তর:
ভারত বিষয়ক সেক্রেটারি - লর্ড পেথিক লরেন্সব্রিটিস বোর্ড অফ ট্রেড - স্যার স্টাফোর্ড ক্রিপস
রাজকিয় নৌ বিভাগ - এভি আলেক্সার
প্রশ্ন (১০). "The Future of India" বইটি কার লেখা ?
উত্তর:
বিমল জালানপ্রশ্ন (১১). জ্যাব (jab) কথাটি কোন খেলার সাথে যুক্ত ?
উত্তর:
বক্সিংপ্রশ্ন (১২). কত তারিখে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব নূনতম হয় ?
উত্তর:
4th January (সর্বাধিক দূরত্ব থাকে 4th July)প্রশ্ন (১৩). কোন মোগল সম্রাট "জিন্দা পির" নামে পরিচিত ?
উত্তর:
ঔরঙ্গজেবপ্রশ্ন (১৪). স্পঞ্জ কি ?
উত্তর:
জীবদেহ (Simple Animal with many cell no mouth, brain,heart & musels )প্রশ্ন (১৫). সতীদাহ প্রথা কে রদ করেছলেন ?
উত্তর:
লর্ড উইলিয়াম বেন্টিকপ্রশ্ন (১৬). নিন্মলিখিত কিসে প্রোটিন বেশী আছে ?
ক) মাছ
খ) লেটুস
গ) মাখন
ঘ) দুধ
উত্তর:
ক) মাছপ্রশ্ন (১৭). নীল গ্রহ কোনটি ?
উত্তর:
পৃথিবীপ্রশ্ন (১৮). "Servants of India Society" কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর:
গোপাল কৃষ্ণ গোখলে (12th June 1905, পুনে, মহারাষ্ট্র)প্রশ্ন (১৯). অগ্নি প্রতিরোধক পোষাক (Fire Fighting Clothes) কি দিয়ে তৈরী হয় ?
উত্তর:
অ্যাসবেস্ট তন্তু (Fabric)প্রশ্ন (২০). নীচের কোনটি যমজ শহর নয় ?
ক) দুর্গাপুর-আসানসোল
খ) কলকাতা-হাওড়া
গ) হায়েদ্রাবাদ-সেকেন্দ্রাবাদ
ঘ) দিল্লী-নিউ দিল্লী
উত্তর:
ঘ) দিল্লী-নিউ দিল্লীপ্রশ্ন (২১). রামধনু (Rainbow) - এর কারন কি ?
উত্তর:
প্রতিসরন ও বিচ্ছুরণপ্রশ্ন (২২). ফল নয় কোনটি ?
ক) টম্যাটো
খ) নাসপাতি
গ) স্ট্রবেরি
ঘ) আঙ্গুর
উত্তর:
গ) স্ট্রবেরিপ্রশ্ন (২৩). ভারতীয় মহিলাদের মধ্যে কে সর্বপ্রথম অলিম্পিকে পদক জেতেন ?
উত্তর:
কর্ণাম মালেশ্বরী ( পুরুষ : কে. ডি. যাদব (Pocket Dynamo))প্রশ্ন (২৪). কোন আন্দোলনের পর থেকে বল্লভ ভাই প্যাটেল 'সর্দার' নামে ভূষিত হন ?
উত্তর:
বরদৌলি আন্দোলন (১৯২৮) Bardoli Satyagrahaপ্রশ্ন (২৫). মহাকাশে কোনো মহাকাশচারী আকাশের রং কী দেখবে ?
